দক্ষিণ চট্টগ্রামে পেয়ারার বাম্পার ফলন

শেয়ার করুন          পটিয়ার পেয়ারা, পতেঙ্গার তরমুজ, লাইল্যার হাটের বাকরখানি। এ নিয়ে চট্টগ্রামের শিল্পীদের অনেক জনপ্রিয় গান রয়েছে। এ গান গুলো সকলের মন ছুঁয়ে গেলেও বর্তমানে বিপরীত। কেননা তখনকার সময়ের সাথে বর্তমানের বাস্তবতা বিরাট ফারাক। পটিয়ার পাহাড় জুড়ে শুধু পেয়ারা আর পেয়ারা। এ পেয়ারার কদর দেশ ও বিদেশে রয়েছে।   প্রতিদিন শত শত টন পেয়ারা উৎপাদন করার পরে ও আরো তিন ভাগের দুই ভাগ পেয়ারা বাগানেই নষ্ট হচ্ছে শুধুমাত্র হিমাগারের অভাবে।এ নিয়ে স্হানীয় পেযারা চাষিদের মাঝে হতাশা বিরাজ করছে। বিশেষ করে পটিয়ায় এবার পেয়ারার বাম্পার ফলন হলে ও তা সংরক্ষণের জন্য … Continue reading দক্ষিণ চট্টগ্রামে পেয়ারার বাম্পার ফলন